মিশন (Mission):
দুর্যোগ ব্যবস্থাপনার প্রচলিত সাড়াপ্রদান ও ত্রাণমুখী সংস্কৃতি থেকে অধিকতর সমন্বিত ঝুকিহ্রাস সংস্কৃতির প্রবর্তন করা এবং আপদের মোকাবেলায় জনগোষ্ঠীর সহনশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে খাদ্য নিরাপত্তাকে একটি গূরুত্বপূর্ণ উপাদান হিসেবে সম্প্রসারিত করা।
ভিশন (Vission):
প্রাকৃতিক, পরিবেশগত এবং মানবসৃষ্ট আপদসমূহের প্রভাব থেকে জনসাধারণের, বিশেষ করে দরিদ্র ও দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর, ঝুঁকি একটি গ্রহনযোগ্য ও সহনীয় মানবিক পর্যায়ে কমিয়ে আনা এবং বড় মাত্রার দুর্যোগ মোকাবেলার জন্য একটি দক্ষ ও কার্যকর জরুরি সাড়াপ্রদান পদ্ধতি প্রতিষ্ঠা করা।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার কৌশলগত উদ্দ্যেশ্যসমূহঃ
১। দুর্যোগ ব্যবস্থাপনা প্রক্রিয়াকে পেশাদারিত্বপূর্ণ করা;
২। উন্নয়নের মূলধারার সাথে ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমকে সম্পৃক্ত করা;
৩। প্রাতিষ্ঠানিকীকরণ প্রক্রিয়া জোরালো করা;
৪। ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষমতায়ন করা;
৫। ঝুকিহ্রাস কর্মসূচির পরিধি বিস্তৃত করা;
৬। জরুরি সাড়াপ্রদান প্রক্রিয়া সক্রিয় ও শক্তিশালী করা;
৭। নেটওয়ার্ক উন্নয়ন ও শক্তিশালী করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস